শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমজানের প্রথম জুমার নামাজে উপচে পড়া ভিড় চাঁচলে

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১৫ এএম, ১১ মে ২০১৯ শনিবার

চাঁচল:

শুক্রবার ১৪৪০ হিজরীর রহমতের চতুর্থ রমজান এবং এই মাসের প্রথম জুম্মা। প্রথম জুম্মায় সালাত আদায়ে অন্য মাসের তুলনায় বিপুল সংখ্যক মুমিন দেখা গেল চাঁচলের ছোটো বড় সর্ব মসজিদে। এদিনের জুম্মায় সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিক, কৃষক,ছোট বড় ব্যবসায়ী,সরকারী দফতরের আধিকারিক থেকে কর্মচারী সকলকেই নিকটবর্তী মসজিদে ছুটেন সালাত আদায়ের জন্য। চাঁচলে শুক্রবার এমনটাই ধরা পড়ল পুষ্পপ্রভাতের ক্যামেরায়।

চাঁচল জামে মসজিদের ইমাম সাহেব সাববির আলম কাশমীর সহিত কথোপকথনে জানা গেল, ইসলাম ধর্মের এই মাস ইবাদতের মাস। রহমত মাগফেরাত, এতেকাফের মাস। এই মাসে বরকত অফুরন্ত। এ মাসে নফল মুসতাহাবের পুন্য অন্যমাসের ফরজ পুন্য বরাবর এবং একটি ফরজ নামাজের পুন্য অন্য মাসের তুলনায় সত্তরটি ফরজের পূন্যের সমান।

তাই এই মাসের জুম্মার নামাজে বেশী সমাগম হয়। মুমিন দের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা, সচ্ছতা, পবিত্রতা বজায় রাখা এমনটাই বার্তা দেন ইমাম সাহেব।