মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতী ঘোষ পাচারকারী,অশোক নগরের জনসভায় কটাক্ষ মমতার

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১৩ এএম, ১১ মে ২০১৯ শনিবার

নির্বাচনের আগে এত টাকা কোথা থেকে আসছে। হাওলার টাকা,নোট বন্দীর টাকা খরচ করা হচ্ছে। এধারকা মাল ওধার যাচ্ছে। গতকালও শুনলাম, বিজেপির এক প্রার্থীর গাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। জেড প্লাস নিরাপত্তা নিয়ে বিজেপি নেতারা বিলি করার জন্য টাকা নিয়ে ঘুরছেন।" শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার অশোকনগর হরিপুর মাঠে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে নির্বাচনী জনসভায় এসে বিজেপির বিরুদ্ধে এমন ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি আরও বললেন, 'মোদির হেলিকপ্টারের কাছে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না। হেলিকপ্টার থেকে বাক্স নামছে। কী আছে ওই বাক্সে? টাকা নিয়ে বিজেপি নেতারা বিলি করছেন। দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে রাতে মদ-মাংস খাওয়া হচ্ছে। নির্বাচনে বিপুল টাকা খরচ করা হচ্ছে।'। তবে এদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকল মন্ত্রী সুজিৎ বসু, বিধায়ক ধীমান রায়, বীনা মন্ডল সহ অনেকেই ।