সংস্করণের অভাবে কঙ্কালসার অবস্থায় পরে রয়েছে পঞ্চায়েত রাস্তা
নাজিম আক্তার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার
সংস্করণের অভাবে কঙ্কালসার অবস্থায় পরে রয়েছে মহেন্দ্রপুর পঞ্চায়েত রাস্তাটি
হরিশ্চন্দ্রপুর : পনেরো বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি ।রাস্তাটি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দেওয়াল ঘেষে গেছে অথচ রাস্তাটি উপর পঞ্চায়েত প্রধানের কোনো নজর পরেনি । সংস্কারের অভাবে কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে ।রাস্তাটি দিয়ে প্রতিদিন ভবানীপুর, বনসরিয়া, লাড়িয়াল, বাগমারা, লাজির পুর গ্রামের প্রায় 2000 লোক যাতায়াত করে ।
এই রাস্তা ধরেই বনসরিরা প্রাথমিক ও জুনিয়ার বিদ্যালয়ে পড়তে যান পড়ুয়ারা ।
2017 সালের বন্যার পর থেকে রাস্তাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় ।বন্যার জল নিকাশের জন্য রাস্তাটির মাঝে মাঝে কেটে দেওয়া হলেও আজও পর্যন্ত কোনও সংস্কার হয়নি ।বন্যার সময় কাটা অংশ গুলিতে হাটু পর্যন্ত জল হয়ে যাওয়ার কারণে জনসাধারণ ও ছাত্র-ছাত্রীরা বড়ো সমস্যায় পরে যান ।গ্রামবাসী মহ:নাজিম আক্তার, জাবের হুসেন, মাসুম ,রনজিম ও আসিমরা জানান যে পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে অভিযোগ জানালেও কোনও কাজের কাজ হয়নি ।পঞ্চায়েত নির্বাচনের সময় এই রাস্তা সংস্কার করে দেওয়ার অজুহাতে জনসাধারণের কাছ থেকে ভোট নিয়ে পাঁচ বছর কাটিয়ে দেন ।
সিপিআইএম নেতা তথা মালেক জানান 'রাস্তাটি সংস্কারের জন্য ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি।লোকসভা নির্বাচন শেষ হলেই আশাকরি রাস্তার কাজটি শুরু হয়ে যাবে ।জল নিকাশ ও পারাপারের জন্য রাস্তাটির উপর একটা সাঁকো করা হয়েছে ।'
মহেন্দ্রপুর পঞ্চায়েত প্রধান জয়নব নেশা জানান শিগ্ররই রাস্তাটি সংস্কার করা হবে ।