শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইনজীবীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

মালদা

হাওড়ায় আইনজীবীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মালদা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় শহরে।

গত ২৪ এপ্রিল হাওড়া জেলায় আইনজীবীদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এরপর রাজ্য বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যের সাথে মালদা জেলার আইনজীবীরাও কালা দিবস পালন করেন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ, মালদা জেলা আদালত চত্বর থেকে ধিক্কার মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান মালদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবকিশোর মজুমদার,আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি,প্রবীর ঝা,সুদীপ্ত গাঙ্গুলী সহ অন্যান্য আইনজীবীরা। মিছিল সাড়া শহর পরিক্রমা করে আবার আদালত চত্বরে শেষ হয়। 

   মালদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবকিশোর মজুমদার জানিয়েছেন, আইনজীবীদের ওপর যারা হামলা করেছে এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনার নিন্দা করে তিনি বলেন, রাজ্য বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার মালদা জেলাতে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন!