রাজ্যে সম্ভাব্য প্রথম মালদার সুমাইতা সিবিএসই দশম পরীক্ষায়
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৪৮ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
মালদা
রাজ্যে সম্ভাব্য প্রথম ছাত্রদের পিছনে ফেলে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে মালদার সুমাইতা সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফলাফলে।
বাংলা থেকে সম্ভাব্য প্রথম মালদার সুমাইতা লাইসা৷ ৪৯৭ নম্বর পেয়েছে সে৷ ৪৯৬ নম্বর পেয়ে এ রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে অন্তত চারজন৷ ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে পাঁচজন৷ গোটা দেশের নিরিখে যদিও সম্ভাব্য প্রথম হয়েছে মোট ১৩ জন পড়ুয়া৷ তাদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৯৷সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় সম্ভাব্য অষ্টম বালুরঘাট আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুলের স্থিতপ্রজ্ঞ মজুমদার। বালুরঘাটের বিশ্বাস পাড়ার বাসিন্দা ওই ছাত্র মোট ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়েছে৷ দেশের নিরিখে মোট ১৩জন ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থানাধিকার করেছে৷কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল৷ তাতেও ছাত্রদের পিছনে ফেলে সেরার তকমা ছিনিয়ে নিয়েছিল ছাত্রীরা৷