সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফনীর ফনায় মালদা জেলার আম চাষের ক্ষতি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৫ মে ২০১৯ রোববার

মালদা

মালদা জেলায় ফণীর প্রভাব তেমন না পড়লেও প্রভাব পড়েছে মালদা জেলায় আমচাষের ওপর। ফণীর প্রভাবে জেলায় চলছে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টি। ফণী নিয়ে জেলাপ্রশাসন সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছিলেন। ফণী পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া হয়ে মুর্শিদাবাদ ঘেঁসে বাংলাদেশের চলে গেছে । তবে ফণীর রেশে জেলার আমচাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে ।মালদার অমৃতি গ্রামের বাসিন্দা নঈম শেখ জানালেন, ঝড়-বৃষ্টিতে আমচাষের ব্যাপক ক্ষতি হয়েছে । ঝোড়ো হাওয়ায় প্রচুর আম ঝরে গেছে। এই বছর আম চাষে লাগানো টাকা আম বিক্রি করে উঠে আসবে কিনা চিন্তার মধ্যে রয়েছেন তারা।