ফণী নামক ঘূর্ণিঝড়ে মালদা জেলাবাসিকে সতর্কতার বাণী
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৬ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
মালদা
শুক্রবার একটি বিশেষ ঘোষণার মধ্য দিয়ে মালদা জেলাবাসীকে মালদা জেলা তৃণমূল সভাপতি
ডঃ মোয়াজ্জেম হোসেন জানান আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ফণী নামক ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের জেলার ওপর দিয়েও যেতে পারে।আপনাদের যাদের বাড়ি কাঁচা ও পুরনো , চাটায় ও টিন দিয়ে তৈরি আছে সেই সমস্ত বাড়িতে থাকা মালিককে পার্শ্ববর্তী নিকটতম প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অতিসত্ত্বর আশ্রয় গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। মালদা জেলা বাসিকে বিনীত অনুরোধ যে, আপনারা সকলেই সাবধান থাকতে পার্শ্ববর্তী ও নিকটবর্তী এই সমস্ত বিদ্যালয়ে আশ্রয় নেন। যদি কেউ কোন সমস্যার সম্মুখীন হন তবে নিজ নিজ গ্রাম পঞ্চায়েতর প্রধান ,পঞ্চায়েত সমিতির সভাপতি , জেলা পরিষদের সভাধিপতি তথা জনপ্রতিনিধিদের সাথে ও মা মাটি মানুষের সকল জেলা , ব্লক , অঞ্চল নেতৃত্বের সাথে যোগাযোগ এবং মালদা প্রশাসনিক ভবনের 03512 -252058 এই নং যোগাযোগ করবেন।