মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইটাহারে ফনি নিয়ে প্রশাসনিক বৈঠক

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

 


৩মে ইটাহার : পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ফণি ঝড়, ফলে সতর্ক মূলক ব্যাবস্হা নিতে প্রশাসনিক বৈঠক করা হোল শুক্রবার ইটাহারে এদিন ইটাহার ব্লক প্রশাসন ও পুলিস প্রশাসনের উদ্যেগে ইটাহার ব্লক প্রশাসনের সভা কক্ষে এদিনের বৈঠক করা হয়, ছিলেন ব্লকের বিভিন্ন অঞ্জলের প্রধান, ইটাহার ব্লকের বিডিও m লামা, ইটাহার থানার ওসি অভিজিত দত্ত, কৃষি দপ্তরের আধিকারিক গুরুপদ বিশ্বাস, পঞ্জায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ পম্পা চৌধুরী সহ চিকিৎসা দপ্তর, বিদ্যুত দপ্তর, সিভিল ডিফেন্স  সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, এদিন  বৈঠক শেষে বিডিও m লামা  বলেন একটি ঝর আসছে ফলে আমরা সতর্ক মূলক ব্যবস্হা নিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি, রিলিফ রয়েছে বারতি কিছু জন্য জেলা স্তরে জানানো হয়েছে, অন্যদিকে ইটাহার থানার ওসি অভিজিত দত্ত বলেন একটি ঝরের পূর্ব আভাস পেয়ে ব্লক সহ সমস্ত দপ্তরের আধিকারিক ও প্রধান দের নিয়ে একটি সতর্ক মূলক বৈঠক করা হোল যাতে কোন রকম দুর্ঘটনা  ঘটলে আমরা সমস্ত দপ্তর এক যোগে ঝাপিয়ে কাজ করতে পারি, পাশাপাশি পুলিশ ও সতর্ক রয়েছে বিভিন্ন এলাকায় পুলিশের পেট্রলিং থাকবে, বিভিন্ন নদী এলাকা সহ অন্যন্য এলাকায় সতর্ক বাতা দেওয়া হয়েছে, ফলে পুলিশ সহ সমস্ত দপ্তর এলাট রয়েছে।