শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার


আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা  নিয়ে আলোচন হল। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের মালদা শাখার উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান ক্ষুদিরাম মিস্ত্রী, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি, প্রসেনজিৎ দাস ও আনান্য বিশিষ্ট ব্যাক্তি সহ সংগঠনের সদস্যরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। সারা বছর কাজের মধ্যে দিয়ে দিন কাটান শ্রমিকেরা। কিন্তু এদিন নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করেন তারা। জেলার সংগঠনের নেতা বলেন, শ্রমিকদের যেকোন বিপদে তাঁরা সব সময় পাশে থেকে সব রকমের সাহায্যের  জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা।