মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ রোগীর আত্মীয়র বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

মালদা

নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগে। ঘটনায় অভিযুক্ত রোগীর আত্মীয়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে শনিবার রাতে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগে নিরাপত্তা রক্ষী ডিউটি পালন করার সময় রোগীর আত্মীয়দের ওয়ার্ড থেকে বের হওয়ার নির্দেশ দেন। নিরাপত্তারক্ষীর কথা রোগীর আত্মীয় নামেনে উল্টো বচসা শুরু করে। এই খবর হাসপাতাল চত্বরে জানাজানি হওয়ার পর, ঘটনার খবর নেওয়ার জন্য দুজন নিরাপত্তা রক্ষী ঘটনারস্থলে যাওয়ার সময় পিছন থেকে রোগীর আত্মীয় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।সাথে সাথেই আক্রান্ত নিরাপত্তারক্ষীরা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনায় অভিযুক্ত রোগীর আত্মীয় বেগতি দেখে পালানোর চেষ্টা করলে বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আক্রমণকারী রোগীর আত্মীয় জানান তিনি সিভিলডিফেন্সে ড্রাইভারের কাজ করেন। এই দিনের ঘটনায় আক্রান্ত তিন জন নিরাপত্তা রক্ষীর মধ্যে নুর আলমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সি সি ইউ ইউনিটে চিকিৎসাধীন। বাকি অনিল রায় ছোটন ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।