চিপরসাঙ্গন বাবুরবাজার দোলং কালভাট পূর্ত সড়কের অবস্থা শোচনীয়
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
গুয়াহাটি প্রতিনিধি —
চিপরসাঙ্গনের সড়কের সুপার পিচ উঠে যাওয়া পর এখন পুরো রাস্তাটি মাটির রাস্তার পরিণত হয়েছে ণকয়েক দিনের প্রখর রোদে রাস্তায়ধুলো বালির ঝড় বইছে রাস্তার পাশে থাকা বাড়ি ঘর অবস্থানেই প্রায় তিন বছর ধরে সড়কের দুইটি সেতু অ্যাপ্রোচ কিন্তু বিভাগীয় তরফ এর কোন প্রতিকার নেই সরকারিভাবে সড়ক মেরামত ও সেতুর অ্যাপ্রোচ ঘটনা করার ক্ষুব্ধ জনগণের লোকসভা ভোট সরকারের বিরুদ্ধে ফয়সালা করেছেন প্রাপ্ত সূত্রের জানা গেছে। রাস্তার উপর অবস্থিত দুটি সেতুর অ্যাপ্রোচ ভাঙ্গায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে আবহাওয়া শুকনো তাকায় কিছুটা রেহাই মিললেও বৃষ্টি পড়ার পর যান চলাচল অচল হয়ে পড়বে স্কুল কলেজের পড়ুয়ারা ও বিপাকে পড়তে হয় । রাস্তাসহ সেতুর অ্যাপ্রোচ নির্মাণের ক্ষেত্রে জনপ্রতিনিধিরা ও নীরব ভূমিকা পালন করছেন। এব্যাপারে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের রাস্তা সংস্কারের বারবার দাবি উঠলেও বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি কালিনগর যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তা আমিনুল হক জানান বাবুরবাজারের রাস্তা বেহাল রূপ ধারণ করেছে রাস্তার গর্ত সৃষ্টি হয়েছে গর্ত ভরাটের জন্য তারা দাবি জানিয়ে ব্যর্থ হয়েছেন উত্তর নারাইনপুর বাজার রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবি তুলল যুব উন্নয়ন ক্লাব এ ব্যাপারে তারা জেলাশাসকের দাবি জানিয়ে দেবেন তারা আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।